আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,সড়ক দূর্ঘটনার কারন হচ্ছে প্রশাসনিক ও পেশাগত দ্বাতীয় পালনের ঘারতি,আরেকটা হচ্ছে সচেতনতার অভাব।
ফিটনেস বিহিন গাড়ি ও বৈধ লাইসেন্সেকে দেখবে সড়কে আমাদের সড়ক নিরাপদ আমাদের মানুষকেই করতে হবে, যানমালের নিরাপদ প্রথম কারন হলো হচ্ছে ফিটনেস ও বৈধ্য লাইসেন্স। একজন গাড়ির যদি ঠিকমত ব্রেক যদি না করতে পারে তাহলে তার গাড়ি দোষ নয় চালকের দোষ, সেইজন্যই আমি বলছি এখানে দুইটা কারন একটা হচ্ছে গাড়ির ফিটনেস আরেকটা হচ্ছে চালকের ফিটনেস। এই দুইটা দেখবে বিআরটি দেখবে ও পুলিশ প্রশাসন। ইতোমধ্যে নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাসমূহ নিয়ে কাজশুরু হয়েছে। প্রতিমন্ত্রী সোমবার দুপুরে নাটোর সার্কিট হাউজে নিরাপদ সড়ক নিশ্চিতে প্রস্তাবনামূলক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন। জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে সেমিনারে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশের সুপার মোস্তাফিজুর রহমান, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ ৭টি উপজেলা, ৮টি পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাবৃন্দ, বাস, ট্রাক, মোটরযান মালিক-শ্রমিক, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

