শ্রীকৃষ্ণ সেবক সংঘের উদ্যাগে শুভ জন্মাষ্টমীর মহাশোভা যাত্রার উদ্ভোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৩, ২০১৮

শ্রীকৃষ্ণ সেবক সংঘের উদ্যাগে শুভ জন্মাষ্টমীর মহাশোভা যাত্রার উদ্ভোধন

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: শ্রীকৃষ্ণ সেবক সংঘের উদ্যাগে গত ২ সেপ্টেম্বর (রবিবার)  সকাল ১১ ঘটিকায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শ্রী নারায়ন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলু কান্তি দাশ (নিলামনি)’র নেতৃত্বে শ্রীকৃষ্ণ'র জন্মাষ্টমী উপলক্ষে মহাশোভা যাত্রার শুভ উদ্বোধন করা হয়।

 উক্ত শােভোযাত্রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লায়ন ডাঃ আর.কে রুবেল, দুলাল চক্রবর্তী, এডভােকেট রাম প্রসাদ ভট্টাচার্য্য, ডাঃ আশিষ দাশ, উজ্জ্বল চৌধুরী, বিপ্লব পাল চৌধুরী, তপন ভৌমিক, অমল ঘােষ, বিদ্যুৎ আচার্য্য, শ্যামল চক্রবর্তী, নেপাল চৌধুরী, ডাঃ এস.কে পাল সুজন, সঞ্জয় সরকার, সমীরন পাল প্রমূখ। উদ্বোধনী বক্তব্য বক্তারা বলন, শ্রীকৃষ্ণ'র আদর্শ ও শিক্ষা বাঙালীর হাজার বছরের সমপ্রদায়িক সমপ্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতত্বের বন্ধনকে আরা সূদঢ় করব বলে আমরা বিশ্বাস করি। বক্তারা আরা বলন শ্রীকৃষ্ণ'র বাণী হৃদয়ে ধারণ করে সুখী-সমদ্ধি একটি অসমপ্রদায়িক বাংলাদশ গড়তে হবে। 

Post Top Ad

Responsive Ads Here