সুবর্ণা নদী হত্যাকান্ডের দ্রুত সঠিক বিচার না হলে আন্দোলনের হুশিয়ারি ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৩, ২০১৮

সুবর্ণা নদী হত্যাকান্ডের দ্রুত সঠিক বিচার না হলে আন্দোলনের হুশিয়ারি !

সুবর্ণা নদী হত্যা বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী সহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পৌর সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে (পুরাতন বাসস্ট্যান্ড) এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সে সময় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য করেন, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা পরিষদের (সাবেক) মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল প্রমুখ।

সে সময় সাংবাদিক সহ উপস্থিত বক্তারা সুবর্ণা আক্তার নদীকে হত্যাকারী প্রকৃত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রæত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহŸান জানান। আর যদি তা না হয় তাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মির্জাপুর পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, দৈনিক আমাদের অধিকার পত্রিকার মির্জাপুর প্রতিনিধি কাইয়্যুম মিয়া, দৈনিক খবরপত্র মামুনুর রশিদ, দৈনিক জনতার মোঃ জোবায়ের হোসেন, দৈনিক ডেসটিনি মিনহাজ উদ্দিন, দৈনিক আমার সংবাদ মোঃ সানোয়ার হোসেন, তরঙ্গ নিউজ ও দৈনিক আমার সময় রাব্বি ইসলাম, সত্য কন্ঠ নিউজ.কম নাজিম মিয়া, দৈনিক সূর্যোদয়’র রুবেল মিয়া, বি বার্তা ২৪.নেট বশির আহম্মেদ, দৈনিক কালের বার্তার মোঃ সাইফুল ইসলাম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’র মোঃ আবু বকর সিকদার, দৈনিক এশিয়ান বার্তা’র মোঃ শামীম মিয়া, হ্যালো.বিডি নিউজ ২৪.কমের শেখ নাসির উদ্দিন, সাপ্তাহিক শোষিতের কন্ঠ’র গোলাম রাব্বি সিকদার, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুব হোসেন ফিরুজ, বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি কাউসার হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলু, পুষ্টকামুরী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুন নিছা খানম ও অন্যান্য শিক্ষকবৃন্দ, আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম জনি, মির্জাপুর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফ সিকদার, সাধারণ সম্পাদক মন্টু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঞযব উধরষু ঙঁৎ ঞরসব, ঞযব উধরষু ঙনংবৎাবৎ, আমাদের অর্থনীতি, আমাদের নুতন সময় সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বেসরকারি আনন্দ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে গত মঙ্গলবার (২৮ আগস্ট) নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

Post Top Ad

Responsive Ads Here