মাদক জুয়া সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, October 04, 2018

মাদক জুয়া সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: মাদক জুয়া সন্ত্রাস একে অপরের পরিপূরক।বেশীরভাগই দেখা যায়, একজন ব্যক্তি যখন মাদকাসক্ত হয়,পর্যায়ক্রমে সে জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ এর মত অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

 বর্তমান যুব সমাজ যে হারে মাদকের দিকে ঝুঁকে পড়েছে। আমরা যদি এখন থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে না তুলি তাহলে সমাজ তথা দেশ ভয়ংকর অবস্থার সম্মুখীন হবে।সর্বোপরি আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। একটা পরিবারের অভিভাবকদের অনেক দায়িত্ব। তার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সেসব খবরাখবর নেওয়া অভিভাবকদের দায়িত্ব। অভিভাবকদের তার ছেলে মেয়ে ও পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তুলতে হবে। তাদেরকে সচেতন করতে হবে। তাদেরকে ধর্মীয় ও নীতি নৈতিকতা বোধ শিক্ষা দিতে হবে। তাহলে তারা মাদক জুয়া ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। নগরীর সরাইপাড়া বাঁচা মিয়া রোডে মাদক জুয়া সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভায় কাউন্সিলর সাবের আহমদ সওদাগর উপরোক্ত কথাগুলো বলেন। ১২ নং সরাই পাড়া ওয়ার্ড কাউন্সিলর পঞ্চায়েত কমিটি কর্তৃক আজ ৪অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় বাঁচা মিয়া রোডে মাদক জুয়া সন্ত্রাস মুক্ত সরাইপাড়া গড়ার লক্ষ্যে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা বিশিষ্ট সমাজসেবী জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ১২ নং সরাই পাড়া ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সাবের আহমদ সওদাগর। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সাবের আহমদ (সও:) আরো বলেন, সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে কারণ মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। সাবের আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, আলোকিত সরাইপাড়া গড়ার লক্ষ্যে যেকোনো মূল্যে মাদক জুয়া ও সন্ত্রাসকারীদের প্রতিহত করা হবে।আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে সমাজ থেকে মাদক জুয়া সন্ত্রাস দূর করা সম্ভব।পাশাপাশি যার যার এলাকায় নেতৃত্বস্থানীয় লোকদের ঐক্যবদ্ধ হয়ে এলাকাবাসীদের সাথে নিয়ে মাদক জুয়া সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুল্লাহ সর্দার।এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ১২ নং সরাই পাড়া ওয়ার্ড কাউন্সিলের পঞ্চায়েত কমিটির মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসহাক, জাহেদুল আলম মুরাদ, পাহাড়তলী থানা আওয়ামী লীগ নেতা মো: সেকান্দর। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফয়েজ খাঁন, মোঃ জাভেদ, মো: আলী,মো: শফি,মো: সাইফুল ইসলাম, বাবর উস্ সালাম, আনিসুর রহমান, মামুন,ইকু, মুন্না ও ছাত্রলীগ নেতা শেখ আহাম্মদ, রাকিব, সাজ্জাদ, ফয়সাল, সোহেল, বিজয় সহ আরো অনেকে।

No comments: