জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলে আইনজীবী ফরহাদ আলী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে বুুুধবার বেলা ১১ টায় আদালত চত্ত¡রে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এডঃ মোঃ শামস উদ্দিন, পিপি এডঃ এস আকবর খান, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবু, টাঙ্গাইল এডভোকেট বার সমিতির লাইব্রেরী সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহম্মেদ। বক্তারা ফরহাদের হত্যাকারীদের সাত দিনের মদ্যে গ্রেপ্তার করা না হলে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবেন বলে জানান।
উল্লেখ্য শনিবার জমি সংক্রান্ত বিরোধের কারণে এডভোকেট ফরহাদ আলীকে তার নিজ বাড়ী ঘাটাইল উপজেলার সাগরদিঘি বেতুয়া গ্রামে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার চাচাত ভাই শফিকুল ইসলাম শফিক পুলিশের কাছে আতœসমর্পন করে।