বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বিজিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বিজিবি

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা। বুধবার (২৮ নভেম্বর) সকালে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাকারবারিরা বড় ধরণের একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে ১৭/৭ এস এর ১৭৪ আর পিলার হতে আনুমানিক ১০০ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল মজুদ করছে। এ সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন, নায়েব সুবেদার মোফাজজল, নায়েক আজাদ,ল্যান্স নায়েক ওয়াসিম, সিপাহী আব্দুল সালাম, সিপাহী আব্দুল মোমিন ও সিপাহী ইমামুল  সেখানে অভিযান চালিয়ে ৯৮৯বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন ৯৮৯ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here