মধুপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীকে রাতভর ধর্ষণ;ধর্ষক গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

মধুপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীকে রাতভর ধর্ষণ;ধর্ষক গ্রেপ্তার

হাফিজুর রহমান. মধুপুর থেকে-টাঙ্গাইলের মধুপুরে ৫ম শ্রেণীর ছাত্রী লিজা ধর্ষণ হত্যার ঘটনার ৭ মাস পর আবারো ঐ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক গারো তরণীকে রাতভর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার পাহাড়ীয়া অঞ্চল অরনখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামে। ধর্ষিতার মা জেরিন জানায়, আমাদের ১১ বছরের মেয়েকে ২৬ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় একই গ্রামের হানিফার বখাটে ছেলে আল আমিন ফুসলিয়ে বাড়ী হতে ডেকে নেয়। ডেকে গ্রামের পাশে হাওদাবিলের ধারে নিয়ে ৫ বন্ধুকে পাহাড়া রেখে রাতভর ধর্ষন করে। এদিকে মেয়েটির পরিবার রাতভর খোজাখুঁজির পর প্রতিবেশীদের মেয়ে নিঁখোজের বিষয়টি জানাই। 
ধর্ষক আলামিন অবস্থা বেগতিক দেখে ২৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজাতি ধর্ষিতাকে বাড়ী পৌঁছে দেয়। পরে মেয়ের মুখে ঘটনাবলী শুনে মা জেরিন বিষয়টি গ্রামবাসীদের জানিয়ে প্রথমে মেয়েটিকে মধুপুর হাসপাতালে নেয়া হয়। 
এদিকে, সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে ওই পরিবারের সদস্য ও গারো নেতৃবৃন্দের সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে যায়। এ সময় ন্যাক্কারজনক ঘটনাটি জেনে তিনি পুলিশকে দ্রæত মামলা নেয়া সহ অভিযুক্ত কে গ্রেপ্তারের নির্দেশ দেন।
ধর্ষিতার মা জেরিন আরো জানায়, আল আমিন মাদকসেবী লম্পট। ধর্ষিতা গাছাবাড়ী ফাতেমা রানী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল গতকালই মেয়ের পিএসসি পরীক্ষা শেষ হয়েছে। খবর রেখে সুযোগ বুঝে লম্পট আল আমিন মেয়েকে ডেকে নিয়ে ন্যাক্কারজনক এ কাজ করেছে।  আমি এ ঘটনায় সঠিক বিচার চাই।
স্থানীয় সচেতন মহল জানায়, ধনবাড়ীর নওয়াব ইনস্টিউটিশন এর এসএসসি পরীক্ষার্থী গন ধর্ষনের রেশ কাটতে না কাটতেই আবারো মধুপুরের ৫ম শ্রেণীর শিক্ষার্থী গারো তরুণী ধর্ষণ হয়েছে। এঘটনায় ধর্ষনকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছে। বিচার দেখে যাতে এরকম ঘটনা আর কেউ না ঘটাতে পারে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম  ঘটনার সত্যতা  স্বীকার  জানান, মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭ (তাং-২৭/১১/১৮)। আসামীকে গ্রেপ্তার করে বুধবার টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ২৫ মে গাছাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী লিজা আক্তারকে ধর্ষনের পর হত্যা করে দূর্বত্তরা।

Post Top Ad

Responsive Ads Here