হাফিজুর রহমান,বাসাইল-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
২৭ নভেম্বর সকালে বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসের নেতৃত্বে সহকারী রিটার্নিং অফিসার ও বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহা. সানিয়াতুজ্জামানের নিকট থেকে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম জসিম, কাশিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা রাজিকসহ উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগের নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র সংগ্রহের পর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার বিকেল তিনটায় আমরা মনোনয়ন পত্র জমা দিব। নৌকা প্রতীক তথা আমাদের নেতা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভাইকে বিজয়ী করার জন্য আমরা বাসাইল ও সখীপুরবাসী নিরলস ভাবে কাজ করবো ।