শ্রীমঙ্গল হাইল হাওরের অবমুক্ত করা হয়েছে পরিযায়ী পাখি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ৩০, ২০১৮

শ্রীমঙ্গল হাইল হাওরের অবমুক্ত করা হয়েছে পরিযায়ী পাখি

মো. শাকির আহম্মেদ,শ্রীমঙ্গল প্রতিনিধি:হাইল হাওরের অবমুক্ত করা হয়েছে পরিযায়ী পাখি র‌্যাব মহাপরিচালক বেনজির আহমদের সহধর্মীনী জিসান আহমদের উদ্বার করা পরিযায়ী পাখি গুলো এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের মুক্ত বাতাসে। 

বৃহস্পতিবার দুপুরে হাইল হাওরে সিতেশ বাবুর ফিসারীর পাড়ে মিসেস বেনজির পেরিত সরালী, কালিম ও বকসহ বেশ কিছু পাখি অবমুক্ত করেন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর অধিনায়ক মেজর শওকতুল মোনায়েম। এ সময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান কান্তি কর্মকার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব,শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জার মোনায়েম হোসেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার মেজর শওকতুল মোনায়েম জানান, মিসেস বেনজির আহমদ আহতবস্থায় পার্র্খিগুলোকে উদ্বার করে নিজের বাসায় তাদের পরিচর্যা করেন। পরে এগুলোকে অবমুক্তকরার জন্য শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সিতেশ রঞ্জন দেব এর কাছে প্রেরণ করেন। সিতেশ রঞ্জন দেব পুনরায় পাখিগুলোর সুস্থতা নিশ্চিত করে র‌্যাব ও বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে হাইল হাওরে তা অবমুক্ত করেন।

Post Top Ad

Responsive Ads Here