বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি । বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে সীমান্তে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করেন।


বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ী মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ২১বিজিবি উপ অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মদ এর নেতৃত্বে পুটখালী ক্যাম্পের একটি টহলদল  সেখানে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here