বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ২০১৮ সালের বৃত্তি পরীক্ষা। ১৮টি কিন্ডার গার্টেনের ৭১১ জন শিক্ষার্থী বনপাড়া এসআর পাটোয়ারী এডুকেয়ার, বড়াইগ্রামের লক্ষীকোল কিন্ডার গার্টেন ও দয়ারামপুর কিন্ডার গার্টেন কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।
এসআর পাটোয়ারী এডুকেয়ার কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুল মোমিন জানান, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নিজস্ব তহবিল থেকে বৃত্তি প্রদানের নিমিত্তে প্রতি বছর এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।