ফরিদপুর প্রতিনিধি :
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, আমরা এখন কোন স্বাধীন দেশে আছি যে মিলাদ পর্যন্ত করতে পারছি না। যদি দেশকে রক্ষা করতে হয়, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হয় তবে এখন আমাদের সবাইকে সাবধান হতে হবে। জনগণের ভোটাধিকার আদায় করতে সবাইকে সতর্ক থাকতে হবে।
আজ সোমবার বিকেলে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহন মিয়া স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুর শহরের কমলাপুরের ময়েজ মঞ্জিল চত্বরে অনুষ্ঠিত এ সভায় করেন মোহন মিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম সাত্তার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, অ্যাডভোকেট আশুতোষ টিকাদার, মওলানা আবু সায়ীদ জালালী, বেনজীর আহমেদ তাবরীজ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
