ঝিনাইদহ প্রতিনিধিঃ সারাদেশের মতো ঝিনাইদহে ছিল তুমুল উত্তেজনা। সবার প্রশ্ন- কে হাসবে শেষ হাসি। কে হবেন নৌকার মাঝি। রোববার সকাল থেকে দলীয় সূত্রে আওয়ামী লীগের প্রার্থী নিশ্চিতের খবর জানাজানি হয় এলাকায়। শুরু হয় পছন্দের নেতা দলীয় মনোনয়ন পাওয়ায় মিষ্টি খাওয়া।
ঝিনাইদহের ছয়টি উপজেলা নিয়ে ৪টি সংসদীয় আসন গঠিত। এবার একাদশ সংসদ নির্বাচনে ৪টি আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ৫৯ জন।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আব্দুল হাই, ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-সদরের আংশিক) আসন থেকে বর্তমান এমপি তাহজীব আলম সমি সিদ্দিকী, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের আংশিক) আসন থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি আনোয়ারুল আজীম আনারকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।দলীয় সূত্র ও মনোনয়ন পাওয়া ব্যক্তিদের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।