মামার জানাজা দিতে এসে ভাগ্নে নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ৩০, ২০১৮

মামার জানাজা দিতে এসে ভাগ্নে নিহত

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বালিখাল বাজার  এলাকায় কাভার্ড-ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে ছাব্বির আহমেদ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত ছাব্বির নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের মাওলানা আব্দুল মোছাব্বিরের পুত্র এবং স্থানীয় বাজারে স্কয়ারের রাধুনী পণ্যের পরিবেশক।নিহত ছাব্বির আহমেদ ইংলেন্ডের মানসেষ্টার সিটির সামছুদ্দিন আহমেদ (ইঊট) এর আপন ভাতিজা। 


উল্লেখ্য নিহত ছাব্বির আগামী ১৪ ডিসেম্বর ইংলেন্ডে এবং গুরুতর আহত তার চাচাত ভাই সানি আগামী ২৭ ডিসেম্বর পোলেন্ড যাওয়ার দিন তারিখ ঠিক করা ছিল।এসময় ছাব্বির ও তার সাথে মোটরসাইকেলে থাকা চাচাত ভাই এবং মামা গুরুত্বর আহত হয়েছেন।নিহত ছাব্বির আহমেদ নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের মৃত মোতাব্বির হোসেনের পুত্র। এ সময় ছাব্বির আহমেদ এর সাথে মোটরসাইকেলে থাকা আরো দু-জন গুরুত্বর আহত হয়েছেন। 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে আসে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিহত ছাব্বির হোসেনের চাচাত ভাই একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র সানি (২৭) এবং নিহত ছাব্বির এর মামা বাহুবল উপজেলার গ্রামের সাদকপুর মৃত মগবুল হোসেনের পুত্র ধন মিয়া (৪৫)। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব আহত সানি ও ধন মিয়ার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। 
এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। বুধবার বিকাল এ ঘটনা ঘটে। 
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর গ্রামে গত মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মামুন মিয়ার দাফন সম্পন্ন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান (চট্ট মেট্ট ট ১১-৭১৫৩) তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। 
এ সংঘর্ষে সাব্বিরে কাভার্ড ভ্যান চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় এক ঘন্টা ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 
খবর পেয়ে বানিয়াচং থানার এসআই মোঃ ফিরোজ আল মামুন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করে। 

Post Top Ad

Responsive Ads Here