রাঙামাটিতে আ’লীগের টিকেট পেলেন দীপংকর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৬, ২০১৮

রাঙামাটিতে আ’লীগের টিকেট পেলেন দীপংকর

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি-রাঙামাটি: রাঙামাটি ২৯৯ নং আসনে আ’লীগ থেকে মনোনয়নের টিকিট পেলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় আ’লীগের সদস্য দীপংকর তালুকদার। রোববার দুপুরে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় আ’লীগের কার্যালয় থেকে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বলে  জানান রাঙামাটি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।


আ’লীগ সম্পাদক মুুছা আরও জানান- রাঙামাটিতে আ’লীগ থেকে নির্বাচন করার জন্য দীপংকর তালুকদারের কোন বিকল্প নেই। আর জননেত্রী শেখ হাসিনা সেই বাস্তবতার কথা মাথায় রেখে দীপংকর তালুকদারকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞতা জানান জেলা আ’লীগের এ নেতা। 

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জানান-আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে।  দেশের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি পূরণ করেছেন। আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ সংসদীয় নির্বাচনে ২৯৯নং আসনে নৌকা প্রতীকে দীপংকর তালুকদারকে বিজয়ী করে এ আসনটা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

Post Top Ad

Responsive Ads Here