বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ সময় বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯ জন।
সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত গুরুদাসপুরের ইউএনও মোহাম্মদ মনির হোসেন ও বড়াইগ্রামের ইউএনও মো. আনোয়ার পারভেজের কাছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। ৯ জন প্রার্থীদের মধ্যে একজন নারী প্রার্থী রয়েছে। তিনি মুসলিমলীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামীলীগের বর্তমান এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিএনপি থেকে সাবেক সাংসদ এম মোজাম্মেল হক, জন গমেজ ও আব্দুল আজিজ, জাতীয় পার্টির অধ্যাপক আলাউদ্দিন মৃধা, স্বতন্ত্র থেকে জামায়াতে ইসলামীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, কৃষক শ্রমিক জনতা লীগের মুন্সি শহিদুল ইসলাম, মুসলিমলীগ থেকে এই আসনের একমাত্র নারী প্রার্থী শান্তি রিবারু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. বদরুল আমিন।