যশোর-১ শার্শা আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

যশোর-১ শার্শা আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল



জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি, বিএনপির মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ও আবুল হাসান জহির এবং জাকের পাটির সাজেদুর রহমান ডাবলু বুধবার সকালে শার্শা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করতে সারা দেশের ন্যায় শার্শা উপজেলায় ও নির্বাচন অবাধ ও সুষ্ট হবে। বিএনপির মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেন, সরকার সুষ্ট নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলে আমরা জয়ী হবো। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, আওয়ামীলীগের শেখ আফিল উদ্দিন, বিএনপির মফিকুল হাসান তৃপ্তি ও আবুল হাসান জহির, জাকের পাটির সাজেদুর রহমান ডাবলু। 


এর আগে মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বখতিয়ার রহমান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের একজন, বিএনপির দুই জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন এবং জাকের পার্টির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here