মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রা পালা দেবী সুলতানা মঞ্চায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্রাচার্য, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ্জামান। পরে সেখানে মশিউজ্জামান বাবুর নির্দেশনায় যাত্রা দেবী সুলতানা মঞ্চায়ন করা হয়। এর আগে জেলা শিলাপকলা একাডেমীর শিল্পী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

