মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর ২শ ৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে লেডিস মানি ব্যাগ ও মোবাইল হাতিয়ে নেওয়ার সময় এক নারী পকেটমারকে আটক করেছে মেহেরপুর থানা পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের বহিঃবিভাগে ছদ্ম বেশে হাজির হয় "নারী পকেটমার" চক্রের সদস্য চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা স্টেশন পাড়ার মোছাঃ নদী ও তার সহযোগী রেখা খাতুন।
তারা একে একে চিকিৎসা নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের লেডিস মানি ব্যাগ ও মোবাইল হাতিয়ে নিতে থাকে। একে একে ৬ টি ব্যাগ চুরি শেষে ৭ম বারে ব্যাগ চুরি করতে গিয়ে ধরা পড়ে রোগীদের হাতে। এসময় জনতা তাদের আটক করে মেহেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল মেহেরপুর জেনারেল হাসপাতালে আসে। সেখান থেকে নারী পকেটমার নদীকে গ্রেফতার করা হয়। তবে এসময় পালিয়ে যায় নদীর অপর সহযোগী রেখা। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম খান জানান, এবারি নতুন না এর আগেও একই অপরাধ করে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতাল হতে গ্রেফতার হয়ে জেল হাজতে ছিল। এ বিষয়ে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রজু হয়েছে এবং আদালতের মাধ্যমে গতকাল রোববার তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

