জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলের (নৌকা মার্কার) নির্বাচনী প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর মঙ্গলবার বিকালে দেওপাড়া গন উচ্চ বিদ্যালয়ের মাঠে দেওপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বজলুর রহমান রিপন, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিং, সাবেক পৌর মেয়র হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাদশা, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাহাদুর আলম খান, দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম তালুকদার, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি সুজন মাহমুদ তালুকদার, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, দেওপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মতিউর রহমান মতিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক আহমেদ নাজিম, সাধারণ সম্পাদক সোহেল রানা, দেওপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদার, সাধারন সম্পাদক মশিউর রহমান সবুজ, সহ-সভাপতি শাহআলম সিকদার, ছাত্রলীগ নেতা আইয়ুব, সুমন সিকদার, রাজিব, রহিম, আরিফ সহ দেওপাড়া ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, নেতৃবেন্দৃ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওই আলোচনা সভায় সকলের ঐক্যমতে বীর মুক্তিযোদ্ধা খলিল মাস্টারকে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

