আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতার ফাইনাল ১২ ডিসেম্বর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৫, ২০১৮

আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতার ফাইনাল ১২ ডিসেম্বর

নাইম ইসলাম- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত “ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮”এর সেরা ১০ টি বিশ্ববিদ্যালয় এর অংশ গ্রহণের মধ্যে দিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ ডিসেম্বর।

এর আগে প্রতিযোগিতাটিতে ৫৮ টি সরকারি,বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় ৫০০ এর অধিক আইডিয়া জমা দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।সেখান থেকে সেরা ৫০ টি আইডিয়া কে দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিতা করার সুযোগ প্রদানপূর্বক সেরা ১০ টি দলকে গ্রান্ড-ফিনালেতে আইডিয়া উপস্থাপনের সুযোগ প্রদান করে ক্লাবটি।
ফাইনালে অংশগ্রহনকারী সেরা ১০ দশটি দল যথাক্রমে: ওলফ প্যাক;ঢাকা বিশ্ববিদ্যালয়, স্ট্রেটিজিক মাইন্ড; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ত্রিনোভেট;জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অভিযাত্রিক;রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্কিলা;বুয়েট, লাইফ সাপোর্ট;জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, টিম ত্রিডি প্লেয়ার; ব্রাক বিশ্ববিদ্যালয়, ব্লেজ ওয়ারিয়র;বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, টিম ডাম্বেলডোর; আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিজ-সাস্ট; শাহজালাল বিজ্ঞানন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ফাইনাল রাউন্ডে বিজয়ী দল পাবে ২০,০০০/ টাকা অর্থমূল্য পুরস্কার।ক্রেস্ট,সার্টিফিকেট, ৪ হাজার৭০০ টাকা মূল্যমানের প্রফেশনা অনলাইন কোর্স।
উল্লেখ্য, ক্যারিয়ার ক্লাব আয়োজিত প্রতিযোগিতাটির অর্থায়নে রয়েছে জে.সি গ্রুপ। এছাড়াও অন্যান্য অংশীদার হিসেবে রয়েছে, মিডিয়া পার্টনার; দ্যা ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক ও সহযোগী,টেলিভিশন মিডিয়া পার্টনার; সময় টিভি, ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার; আইডল ফোকাস,টেকনোলোজি পার্টনার; টেকব্রোস,আবাসন পার্টনার; হোটেল আমির ইন্টারন্যাশনাল, ই-লার্নি পার্টনার; বহুব্রীহি,আউটরিচ পার্টনার; ইয়্যুথ অপরচুনিটিস,ইয়াং এঙ্গেজমেন্ট পার্টনার; ওয়াই এস আই বাংলাদেশ,স্ট্র্যাটেজিক পার্টনার; বাংলাদেশ ইনোভেশন ফোরাম, অনলাইন মিডিয়া পার্টনার; জাগো নিউজ, বেভারেজ পার্টনার; নেসকেফ, রেডিও পার্টনার; রেডিও গুনগুন, গিফ্ট পার্টনার; গিগাবাইট বাংলাদেশ, নলেজ পার্টনার; মাস্টার ওইথ সিরাত ডট কম ও ব্রডকাস্ট পার্টনার ; জে টিভি।

Post Top Ad

Responsive Ads Here