জাককানইবি'তে দিনব্যাপি আইকিউএসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১৮, ২০১৯

জাককানইবি'তে দিনব্যাপি আইকিউএসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি  কমিশনের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে "সুশাসন " বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি)সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. রশিদুন্ নবী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাহাবউদ্দিন।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যাশুরেন্স স্পেশালিষ্ট এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ওসমান গণি তালুকদার।
কর্মশালা'টি সঞ্চালনা করেন, আইকিএসি এর পরিচালক মো: মিন্টু মিয়া। শুভেচ্ছা বক্তব্য'দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর।
এসময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here