মেহেরপুর থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ৯ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১৮, ২০১৯

মেহেরপুর থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ৯ জন

মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সংরক্ষিত মহিলা আসনে অংশ গ্রহনের লক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মেহেরপুর থেকে ৯ জন নারী নেত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসকল নেত্রীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহকারী ৯ নেত্রী হলেন-সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, কেন্দ্রীয় কমিটির মহিলা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হিরা, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদিনের সহধর্মীনি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা আবেদিন। জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলীর সহধর্মীনি এবং মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লাভলী ইয়াসমিন। জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য সাহানা ইসলাম শান্তনা, জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারন সম্পাদক আইসিটি শিক্ষিকা নার্গিস আরা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেকের সহধর্মীনি পাপিয়া খাতুন, যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিন।  
গত দুদিনে সংরক্ষিত মহিলা আসনে অংশ গ্রহনের লক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।

Post Top Ad

Responsive Ads Here