টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-২,আহত-৩০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৯

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-২,আহত-৩০

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছে।

 নিহত ব্যক্তি ময়মনসিংহের মুক্তাগাছার মৈরী ঘাট গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম তালুকদার(৫০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জন।  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ওই যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হন। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here