বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করতে চান উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউপির জনপ্রিয় চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু। শরীফ লিটু বলেন, স্কুলে পড়ার সময় ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে স্কুল কমিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। ১৯৯৪ সালে বোয়ালমারী সরকারি কলেজের এজিএস, ৯৬ সালে জিএস এবং ৯৭ সালে ভিপি নির্বাচিত হই। ১৯৯৮ সালে কলেজ জীবন শেষ করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়। ২০১৬ সালে চতুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভাবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়।
তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় উপজেলা ব্যাপী আমার একটি পরিচিত রয়েছে। মানুষের কল্যাণে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি তাই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। দল আমাকে মনোনীত করলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ্। এ ছাড়া আমি যুবলীগের আহবায়ক হিসেবে উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছি। তিনি আরও বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আমি বোয়ালমারী উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।

