বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করতে চান বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগনিক সম্পাদক মো. মিজানুর রহমান মৃধা মিলন। তিনি দক্ষতার সাথে গত ৫ বছর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গত ৫ বছরে কোন দুর্নীতি বা কোন অনিয়ম তাকে ছুতে পারেনি। তিনি সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন।
মিলন মৃধা বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আমি বোয়ালমারী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। সাধারণ মানুষ কোন কাজে এসে কোন সরকারী দপ্তরে কোন রকম হয়রানি শিকার হবে না।
মিলন মৃধা ছাত্র জীবন থেকেই আ’লীগের রাজনীতির সাথে জড়িত। দুঃসময়ে বোয়ালমারীতে আ’লীগকে টিকিয়ে রাখে মৃধা পরিবার। আর সেই পরিবারের ছেলে মিলন মৃধা। মিলন মৃধা বোয়ালমারী সরকারী কলেজে ১৯৯১/৯২ সালে জিএস, ৯২/৯৩ সালে ভিপি নির্বাচিত হন। তিনি আ’লীগের পরীক্ষিত সৈনিক হওয়ার কারণে বিএনপি সরকারের আমলে জুলুম নিযার্তনসহ কারাভোগ করেন। ২০০১ সালে বোয়ালমারী উপজেলা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।

