কৃষকলীগ বোয়ালিয়া (পূর্ব) থানার ঐক্যের প্রতীক মো: জিয়াউর রহমান লিটন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ১৯, ২০১৯

কৃষকলীগ বোয়ালিয়া (পূর্ব) থানার ঐক্যের প্রতীক মো: জিয়াউর রহমান লিটন

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান লিটন থানাধীন ৬ টি ওয়ার্ডের কৃষকলীগ নেতা কর্মিদের ঐক্য ও সংগঠিত করে সকল স্তরের নেতা কর্মিদের প্রীয় মুখে পরিণত হয়েছেন।

তিনি প্রতিদিন অফিস শেষে সন্ধ্যার পরে বের হয়ে ৬ ওয়ার্ডের নেতা কর্মিদের সাথে যোগাযোগ করেন। তাদের সুখ দুঃখের বিপদ আপদেরম খোজ খবর নেন।
এ বিষয়ে ২০ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মজনু বলেন লিটন ভাই আমাদের কৃষক লীগ করার প্রেরনা যোগান, সকল প্রয়োজনে সবার আগে তাকে আমারা পাশে পায়,
২১ নং ওযার্ড কৃষকলীগ সভাপতি মজিবর রহমান বলেন রাত হোক আর দুপুর হোক অসুস্থতা অন্যান্য বিপদ আপদে সবার আগে আমরা লিটন ভাইকে পাশে পায়।
এ ব্যাপারে সভাপতি মোঃ জিয়াউর রহমান লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ভাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বড় হয়েছি,  অফিস শেষ করে দিন শেষে এসব লোক গুলোর পাশে থাকা তাদের সুখ দুঃখের সাথি হওয়া এটাই আমার বিনোদন। এতে নেতা কর্মিরা দলের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হয়, আর আমার সংগঠন শক্তিশালী হলে আমার মুল সংগঠন আওয়ামী লীগের হাতকে আরো বেশী শক্তিশালী করতে পারব।

Post Top Ad

Responsive Ads Here