জাককানইবি প্রতিনিধি- বাংলাদেশে টানা ৩য় বারের মতো সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে দলটি।
দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একক আধিপত্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে ক্ষমতাসীন ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। নির্বাচন পরবর্তী সময়, শাখা ছাত্রলীগের কার্যক্রম, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ছাত্রলীগের ভুমিকা সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.রাকিবুল হাসান রাকিব ।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শাখা ছাত্রলীগের আগামীদিনের কর্মপরিকল্পনা কি এমন এক প্রশ্নের জবাবে রাকিবুল হাসান রাকিব বলেন, সর্বপ্রথম আমরা নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করবো। যেন শিক্ষার পরিবেশ কোনভাবে বিঘ্নিত না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। এছাড়া আমরা সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর সাথে ছিলাম। যেমন, পরিবহণ সংকট, মাস্টার্সের ভর্তি ফি কমানো, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে ছিলাম। শিক্ষার্থীরা যাতে তাদের অধিকার আদায় করে নিতে পারে সে লক্ষ্যে নিয়মিত কাজ করছে ছাত্রলীগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোন ন্যায্য দাবির সাথে থাকবে ছাত্রলীগ।
ক্যাম্পাসে অন্যান্য ছাত্রসংগঠনের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন আসলে নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্য রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর সাংগঠনিক ভিত্তি নেই।
শিবিরের প্রকাশ্য কোন কমিটি নেই। আর ছাত্রদলের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতারই ছাত্রত্ব নেই। সাধারণ ছাত্রছাত্রীরা সবাই নিরাপদে ক্লাস করছে। এক্ষেত্রে কারো কোন সমস্যা হচ্ছেনা। তবে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কঠোর হতে বাধ্য হই।
মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রলীগের ভুমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে রাকিবুল হাসান রাকিব বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ মাদক, সন্ত্রাস এবং দূর্নীতির বিরুদ্ধে একধরণের যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। সে যেই হোক, কোন ছাড় দেয়া হবেনা। প্রয়োজনে যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তাদের হলের আবাসন সুবিধা বাতিলসহ যে কোন ধরণের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের শরনাপন্ন হবে ছাত্রলীগ। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সকল ধরণের সহযোগীতা করা হবে। মাদকমুক্ত ক্যম্পাস গঠনে ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করবে।

