নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধিঃনাটোরের বাগাতিপাড়ায় পাঁচটি বালিকা বিদ্যালয়ের অস্বচ্ছল ৫০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার জিমনিসিয়াম হল রুমে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সৌজন্যে এ সাইকেল বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এর সভাপতিত্বে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে এসব সাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ পিপিএম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এস কে সুর চৌধরী, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক শ.ম. মঈনুদ্দীন চৌধরী। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী সাউথইস্ট ব্যাংক এর সাখা ব্যবস্থাপক সরোয়ার ওলাই, নাটোর সাউথইস্ট ব্যাংক এর শাখা ব্যবস্থাপক আহম্মদ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন প্রমূখ।

