রাজশাহীতে এশিয়ান টিভির জন্মদিন পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১৮, ২০১৯

রাজশাহীতে এশিয়ান টিভির জন্মদিন পালন

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ  এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূতি আজ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূতি একই সঙ্গে এশিয়ান রেডিও-৯০.৮ এফএমেরও জন্মদিন পালিত হচ্ছে আজ।

এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর পদ্মা কফিবারে রাজশাহীর এশিয়ান টিভির সাংবাদিকদের নিয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফুল দিয়ে সাদরে গ্রহন করা হয় রাজশাহী আওমীলীগের সাধারন সম্পাদক  ডাবলু সরকার, রাজশাহী পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার  ইফতেখার আলম, সিনিয়র সহকারী ডিবি কমিশনার বজলুর করিমকে। পরে এশিয়ান টিভির লোগো সম্মোলিত এক বিশাল আকারের কেক কেটে সবাই মিলে আনন্দ উল্লাস করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
রাজশাহী আওমীলীগের সাধারন সম্পাদক  ডাবলু সরকার, রাজশাহী পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার  ইফতেখার আলম, সিনিয়র সহকারী ডিবি কমিশনার বজলুর করিম
 এশিয়ান টিভির স্টার্ফ রির্পোটার আখতার রহমান,এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি মোঃ আবু কাওসার মাখন, ক্যামেরাপারসন মোঃ সাজ্জাদ হোসেন, রাজশাহীর সিনিয়র সাংবাদিক  সুজাউদ্দীন ছোটন, 
বাংলা ভিশন টেলিভিশনের ষ্টার্ফ রির্পোটার আদিত্য দাদা,দৈনিক রাজবার্তা প্রত্রিকার নিজেস্ব প্রতিবেদক সোমেন মন্ডল,  জয়যাত্রা টিলিভিশনের মোঃ সামসুল ইসলাম, এটি এন বাংলার ক্যামেরাপারসান এমডি মুরাদ, দৈনিক প্রভাতী খবরের সাংবাদিক আল - আমিন, বিডি নিউজের সাংবাদিক  সাবিত রনি, দৈনিক রাজশাহীর আলো- সাংবাদিক ফরিদ আহমেদ আবির, দৈনিক উপচার ফায়সাল টকি, রায়হান আলম ও বোয়ালিয়া থানার কর্মকর্তাবৃন্দ।

এশিয়ান টিভি ও রেডিওকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন। নানা অঙ্গনের তারকা ও গুণী ব্যক্তিত্বরা। দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখতে এশিয়ান টিভি পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোটার আখতার রহমান ও  রাজশাহী প্রতিনিধি মোঃ আবু কাওসার মাখন ছয় বছরে পা রাখার পেছনে সহযোগিতা-সমর্থনের জন্য এশিয়ান টিভি ও রেডিওর দর্শক-শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরদের ধন্যবাদ জানিয়েছেন ।

Post Top Ad

Responsive Ads Here