আওয়ামীলীগের উন্নয়নের এই অগ্রযাত্রা চলতে থাকবে- জামাল মিয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১৮, ২০১৯

আওয়ামীলীগের উন্নয়নের এই অগ্রযাত্রা চলতে থাকবে- জামাল মিয়া


সঞ্জিব দাস ফরিদপুর থেকে :    
আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রæপের নির্বাহী পরিচালক, তরুণ রাজনীতিবিদ এ্যাড. জামাল হোসেন মিয়া বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সরকার উন্নয়নের সরকার। এ দেশের উন্নয়নের দাবীদার আওয়ামী লীগ সরকার। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছেন। উন্নয়নের এই অগ্রযাত্রা সারাদেশে অব্যাহত থাকবে। 

শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তি বিজয়ের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি এসময় আরো বলেন, আমার প্রাণপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে বিপুল ভোটে পূনরায় বিজয়ী করার জন্য ফরিদপুর-২, আসনের সবাইকে শুভেচ্ছা জানাই আপনাদের। এই ফরিদপুর-২, নগরকান্দা-সালথায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। 

তালমা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন মাতুব্বারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহসভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, আওয়ামী মহিলা নেত্রী বিউটি বেগম, ইউপি মহিলা সদস্য রাহেলা বেগম, জেলা ছাত্রলীগের সদস্য রবিউল বাসার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন, আলমগীর মল্লিক প্রমুখ।  

এসময় জনসভায় জামাল হোসেন মিয়ার বক্তব্য শোনার জন্য  তার কর্মি, সমর্থক ও সাধারন জনতা বিপুল আগ্রহ ভরে অপেক্ষা করতে থাকে । 


Post Top Ad

Responsive Ads Here