ফরিদপুরের ভাঙ্গা থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গা থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক যুবক আটক


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ৪৭৬ ক্যান বিয়ার, ১০ বোতল গ্রানটসসহ ৫১৯ বোতল বিদেশী মদ উদ্বার করা হয়েছে। এসময় রাসেল সর্দার(২৬) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত যুবক বরিশালের গৌরনদীর পিংগুলা গ্রামের রিসাই সর্দারের ছেলে।
 
ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে থেকে ভাঙ্গা থানা পুলিশের এসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল সড়কে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৪১৯৮)তল্লাশী চালিয়ে বিদেশী মদসহ এক যুবককে আটক করা হয়। এসময় মাদকদ্রব্য বহনের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার এবং গাড়িটিকে জব্দ করা হয়। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্বে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here