দোয়ারায় ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, February 06, 2019

দোয়ারায় ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সমাবেশ

দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের টেংরাটিলায় একটি ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

 গত সোমবার রাতে টেংরাবাজার সুরমা ক্লাবে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ এক যুবতীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের পর বিক্ষুদ্ধ এলাকাবাসী সকল আসামীদের গ্রেফতারের দাবীতে এ সমাবেশের আয়োজন করেন।স্থানীয় আ’লীগ নেতা হযরত আলীর পরিচালানায় সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন, আব্দুর রউফ, চাঁন মিয়া, সমাজসেবক আব্দুস সামাদ, নজর আহমদ, রেজাউল গনি বাবুল, গোলাপ মিয়া, জিলু মিয়া, আলিম উদ্দিন, আইন উদ্দিন, আফসর উদ্দিন, খুরশেদ আলম, সিদ্দিকুর রহমান, আলী নেওয়াজ, মাহমুদ আলী, আসাদ মিয়া রশিদ মিয়া, বাচ্চু মিয়া, মফিজ উদ্দিন, রমজান আলী ও ধর্ষিতা নারী নাবিনা ইয়াসমিন। সমাবেশে বক্তরা বলেন, লম্পট তুহিন এলাকার কুখ্যাত রাজাকার পরিবারের সন্তান। অসহায় নারী সাবিনা থানায় ধর্ষনের মামলা করায় আসামী পক্ষের লোকজন তার পরিবারের লোকজনকে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। দ্রুত মামলার সকল আসামীতে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।   
উলেখ্য, সুরমা ইউনিয়নের টেংরাটিলায় গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের পূত্র মো.তুহিন মিয়ার (২৫) সাথে একই গ্রামের আব্দুল বারিকের কন্যা সাবিনা ইয়াসমিন (২০)এর দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। লম্পট তুহিন বিয়ের প্রলোভন দেখিয়ে সাবিনাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় গত ২০ জানুয়ারী সাবিনা তার প্রেমিক তুহিনের বাড়ীতে গিয়ে বিয়ের দাবীতে ৭ দিন অনশন করে। পরে তুহিনের বাড়ীর লোকজন নির্যাতন করে সাবিনাকে জোর করেই বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনায় গত ২৭ জানুয়ারী দোয়ারাবাজার থানায় নির্যাতিত সাবিনা বাদী হয়ে তুহিনকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। ওই মামলায় পরদিন পুলিশ তুহিনের ভাই তুষারকে গ্রেফতার করলেও তুহিন এখন পুলিশের ধরা-ছোয়ার বাইরে রয়েছে। 

No comments: