মিলে মিশে একসাথে থাকবেন, কোন হানাহানিতে যাবেন না- ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, March 24, 2019

মিলে মিশে একসাথে থাকবেন, কোন হানাহানিতে যাবেন না- ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি


ফরিদপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি ফরিদপুরের সালথাবাসীর উদ্যেশে বলেছেন, ভাইয়ে ভাইয়ে মিলে মিশে একসাথে থাকবেন, কোন হানাহানিতে যাবেন না। নির্বাচনে একজন জয়লাভ করবে, বাকিরা পরাজিত হবে এটাই নিয়ম। সালথা উপজেলা নির্বাচনে যারা প্রতিদ্ব›দ্বীতা করেছে সবাই আওয়ামী লীগের লোক। জনগণের ভোটে বিজয় লাভ করার পরে মনটা সাদা করতে হবে। উন্নয়নের জন্য সকলে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে দেশের জন্য।
 
রবিবার দুপুর সাড়ে ১২টায় সালথা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী আব্দুল ওয়াদুদ মাতুব্বার শহরের বদরপুরের আফসানা মঞ্জিলে নেতকর্মি নিয়ে তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এলে উপস্থিত সালথা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও কয়েক হাজার সমর্থকদের উদ্যেশে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশারফ হোসেন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান সালথা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার।
 


এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহব্বায়ক এএইচএম ফুয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আঃ রব মোল্যা প্রমূখ। 

No comments: