বৃহত্তর ফরিদপুরের গর্বের কৃতিসন্তানদের সম্মাননা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ২৫, ২০১৯

বৃহত্তর ফরিদপুরের গর্বের কৃতিসন্তানদের সম্মাননা প্রদান


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ বৃহত্তর ফরিদপুরের কৃতিসন্তানদের এবং সরকার ঘোষিত সিআইপিদের সম্মাননা দিয়েছে, বৃহত্তর ফরিদপুর গার্মেন্টস মালিক সমিতি। শনিবার (২৩মার্চ) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে গার্মেন্টস শিল্প মালিকদের দাবীকে প্রধান্য দেয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

এসময় হামীম গ্রæপের চেয়ারম্যান মোতালেব হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, টেকনো মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ, অকোটেক্স গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান ও লিথি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক এফএম কবির মহীউদ্দীনকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, নাগরিক টেলিভিশনের এমডি রুবানা হক, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বৃহত্তর ফরিদপুর গার্মেন্টস মালিক সমিতির সভাপতি খন্দকার আব্দুস সালাম ও সাধারন সম্পাদক কামাল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ও শিক্ষা-পাঠাগার সম্পাদক মিজানুল ইসলাম মিজু বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে বক্তরা বৃহত্তর ফরিদপুরের গর্বের এই কৃতিসন্তানদের আরো বেশী এই অঞ্চলের উন্নয়নের ভূমিকার রাখার আহবান জানান। 

Post Top Ad

Responsive Ads Here