ফরিদপুরের আটটি উপজেলায় তিনটি আ.লীগ পাচঁটি স্বতন্ত্র, বিজয় উল্লাস চলছে বিজয়ীদের বাড়ীতে বাড়ীতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, March 19, 2019

ফরিদপুরের আটটি উপজেলায় তিনটি আ.লীগ পাচঁটি স্বতন্ত্র, বিজয় উল্লাস চলছে বিজয়ীদের বাড়ীতে বাড়ীতে


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে সোমবার ফরিদপুরের আটটি উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।
 
সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে বিরতিহীন ভাবে শেষ হয় বিকেল চারটা পর্যন্ত। ফরিদপুর সদর উপজেলা বাদে মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
আটটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বোয়ালমারী উপজেলায় এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেন প্রাপ্ত ভোট ৪৭৪৭০, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী ওদুদ মাতুব্বর প্রাপ্ত ভোট ৩৬১১২, মধুখালী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মির্জা মনিরুজ্জামান বাচ্চু প্রাপ্ত ভোট ৪১৬৬৫, আলফাডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী একেএম জাহিদুল হাসান প্রাপ্ত ভোট ১৩৬৩০, চরভদ্রাসন উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ভিপি মুছা প্রাপ্ত ভোট ৯৬৯৮, সদরপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী কাজী শফিকুর রহমান প্রাপ্ত ভোট ৩৬৫৮২, ভাঙ্গা উপজেলায় স্বতন্ত্র এস এম হাবিবুর রহমান প্রাপ্ত ভোট ৪৫০৫৭ এবং নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মনিরুজ্জামান সরদার পেয়েছেন প্রাপ্ত ভোট ২৯৬৬৯ ভোট।
 
এদিকে উপজেলা নির্বাচনে ফরিদপুরের আটটি উপজেলা পরিষদের বিজয়ীদের মাঝে চলছে আনন্দ মিছিল ও সমাবেশ। বিজয়ীদের সমর্থকরা মিছিল করে তাদের নেতার বাড়িতে রং দিয়ে আনন্দ উল্লাস করছে।
 

জেলার নগরকান্দা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের বাড়িতে সকাল গিয়ে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেত হতে থাকে তার সমর্থকরা। এক পর্যায়ে মানুষের গন জোয়ারের সৃষ্টি হয়। 

এসময় নির্বাচনের সমন্বয়কারী কেন্দ্রীয় আ.লীগ নেতা এ্যাড, জামাল হোসেন বলেন, এ বিজয় ন্যায় অন্যায়ের প্রতিবাদ। জনগন অন্যায়ের বিরুদ্ধে সঠিক রায় নিয়েছে।
 
বিজয়ী প্রার্থী মনিরুজামান সরদার তার সময়ে এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

No comments: