ফরিদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ০১, ২০১৯

ফরিদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি ২০১৯-২০২১ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের এফসিসিআই সম্মেলন কক্ষে নব নির্বাচিতদের শপথ পড়ান এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান।
 
পরে সেখানে এক সভা অনুষ্ঠিত হয় কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ মুনির হোসেন, পরিচালক মোঃ আওলাদ হোসেন বাবর প্রমুখ।  
 
অনুষ্ঠন শেষে ফরিদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর সচিব সকল নবনির্বাচিতদের ফুলেল তোরা দিয়ে বরন করে নেন কার্যালয়ে।
 
ফরিদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি ২০১৯-২০২১ এর নির্বাচনে ২৩জন দায়িত্বপ্রাপ্ত কমিটির বিজয়ীরা হলেন, সভাপতি পদে মোঃ সিদ্দিকুর রহমান। সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ মুনির হোসেন ও মোঃ নুরুল ইসলাম।
 
বাকি ১৯জন পরিচালক পদে তারা হলেন এ.এইচ. আহমেদ জামাল, জয় গোবিন্দ সাহা, মোঃ সালাম বাচ্চু, নাজমুল ইসলাম খন্দকার, সাহেব ছারোয়ার, মোঃ মনোয়ার হোসেন, মোঃ আলী আকবর, মোঃ শাহিদুর রহমান, মোঃ মোসলেম উদ্দিন, শ্রীনাথ রায়, মোঃ আনিসুজ্জামান, মোঃ মহসিন শরীফ, আওলাদ হোসেন বাবর, মোঃ সাইদুর রহমান, হাফিজুর রহমান খান, মোঃ লিয়াকত হোসেন লিটন, মোঃ মতিউর রহমান নান্নু, মোঃ দেলোয়ার হোসেন দিলা ও চৌধুরী সাজ্জাদ হোসেন বরকত।

Post Top Ad

Responsive Ads Here