মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর পৌরসভার গড় পুকুরের মাছ ধরার জন্য জেলার মৎস্য শিকারিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন,নুরুল আশরাফ রাজিব, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমূখ।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, পৌর গড় পুকুরের মাছ ধরার জন্য জেলার মৎস্য শিকারিরা আমাকে বিভিন্ন ভাবে অবগত করে আসছেন। দির্ঘদিন ধরে পুকুরে মাছ ধরা হয়নি। তাই এবার মৎস্য শিকারিদের প্রাণের দাবি পুরন করতে আগামী ০২ রা মে ২০১৯ ইং তারিখে বৃহস্পতিবার বিকাল ৪ টা হতে ০৩ই মে ২০১৯ ইং তারিখ শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত টিকিট কেটে হুইল দিয়ে মাছ ধারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

