STAFF REPORTER-
ফরিদপুরের ভাঙ্গায় আইপিলের জুয়ার টাকা দেনার দায়ে উদ্দ্যাপ মালো নামে মাছ ব্যবসায়ী গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার সকালে পুলিশ তার মৃতদেহ মুন্সুরাবাদ গ্রামের মালোপাড়া থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। গ্রামবাসী জানান, হামিরদী ইউনিয়নের মুন্সুরাবাদ গ্রামের হরিপদ মালোর ছেলে উদ্দ্যাপ মালো স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী। আইপিএল ও বিপিএলসহ বিভিন্ন খেলায় বন্ধুদের সাথে জুয়া খেলতে গিয়ে দেনায় জর্জরিত থাকার অভিযোগে তিন সন্তানের জনক বাড়ির আঙ্গিনায় গাছের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।