ONLINE DESK-
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। রোববারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিধসের কারণে অন্তত ৮টি বসত বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে আটকা পড়াদের বের করে আনতে চলছে উদ্ধার অভিযান।
এ পর্যন্ত ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ভূমিধসে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে।
C@SOMOY TV