বড়াইগ্রামের ২ মোটরসাইকেল আরোহী হতাহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২১, ২০১৯

বড়াইগ্রামের ২ মোটরসাইকেল আরোহী হতাহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পৃথক দুই স্থানে দুর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী লিটন হোসেন (৩০) নামে একজন নিহত ও শ্রাবণ আহম্মেদ (২২) নামে অপর একজন গুরুতর আহত হয়েছে।

 আহত শ্রাবণকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লিটন উপজেলার ভবানীপুর আটঘরিয়ার দুদু মিয়ার ছেলে এবং আহত শ্রাবণ বড়াইগ্রাম পৌর এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন সিকদার জানান,  রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিটন ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ চালক আনিস সেখ (৩৮) সহ ঘাতক ট্রাকটি আটক করেছে। এর মাত্র ১৫ মিনিট পর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেলে শ্রাবণ গুরুতর আহত হয়। 

Post Top Ad

Responsive Ads Here