বোয়ালমারীতে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২০, ২০১৯

বোয়ালমারীতে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক


ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি নতুন বাজার থেকে শুক্রবার  দুপুরে ২০০ শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলারণ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী হাবিব মোল্যা (২৫), স্বপন কুমার দের ছেলে সজিব কুমার দে (২৮) ও মোটর সাইকেল চালক ছোলনা গ্রামের মোতালেব শেখের ছেলে ওমর শেখ (৩০)। আটককৃতদের নামে থানার এসআই মো. সজিবুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ২০।
থানা অফিসার ইনচার্জ একেএম শামিম হাসান বলেন, ইয়াবাসহ আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আর বলেন, হাবিব মাদকের হোলসেলার।

Post Top Ad

Responsive Ads Here