ফরিদপুরের ভাঙ্গায় প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৩, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গায় প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা মালীগ্রামে এক প্রভাবশালী চক্রের বিরুদ্বে জোরপুর্বক একটি পরিবারের জমি দখল করে ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্বে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
জমির দলিলমুলে এবং অভিযোগ সূত্রে জানা গেছে, ১০৬ নং মালীগ্রাম মৌজার এসএ ৬২০,৮০৫ ও ১১১৫নং দাগের বিএস প্রস্তাবিত ৮০৫/১ নং খতিয়ানের ওহিদুল শেখ এবং কাকলী বেগম জনৈক মোসা; নাসরিন এবং সরুপজান বেগমের নিকট থেকে ৯.১৫ শতাংশ জমি ক্রয় করেন। জমিটি ৪ বছর যাবৎ ভোগ দখল করে টিনের ঘর উত্তোলন করা হয়। কিন্ত সম্প্রতি একই এলাকার জনৈক জিয়াউর শেখ জায়গাটি দখলের পায়তারা করে। এ নিয়ে গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এলাকায় কয়েকবার শালিশ বৈঠক বসে।  কিন্ত তা সত্তে¡ও গতকাল জিয়াউর গংরা সংঘবদ্বভাবে জোরপূর্বক জমিটি দখল করে ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। পক্ষটি প্রভাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসেনি।
  
এ ব্যাপারে ভূক্তভোগী সাবেক ইউপি সদস্য আঃ হালিম অভিযোগ করে বলেন.জমিটির বৈধ কাগজপত্র থাকা সত্তে¡ও প্রভাবশালী জিয়াউর, মোস্তফা গংরা সংঘবদ্বভাবে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বকভাবে জমিটি দখলকরে  এবং টিনের ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। পরে আমি অভিযুক্তদের বিরুদ্বে ভাঙ্গা থানায় অভিযোগ দিয়েছি। এ দিকে বৃহস্পতিবার সকালে অভিযোগের প্রেক্ষিতে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। 
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 
এ ব্যাপারে এলাকার আবুল বাশার জানান,  আজ থেকে প্রায় ৪ বছর পূর্বে দলিলমুলে জনৈক ব্যক্তির নিকট থেকে জমিটি ক্রয় করে ঘর নির্মান করা হয়। কিন্ত এত বছর পর সম্পূর্ণ পেশীশক্তি প্রদর্শন করে স্থানীয় প্রভাবশালী জিয়াউর গংরা  আইন অমান্য করে সংঘবদ্বভাবে জমিটি দখল করে এর  ঘরটি ভেঙ্গে ফেলে।

Post Top Ad

Responsive Ads Here