ফরিদপুর জেলা পুলিশের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১৮, ২০১৯

ফরিদপুর জেলা পুলিশের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা পুলিশের বার্ষিক ইফতার গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পুলিশ লাইনস্ এর মাঠে প্যান্ডেল টানিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
 
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, রোজা সংযমের মাস। রোজা মানুষের মনে আত্মশুদ্ধি ঘটায়। ইসলামে এ মাসের ফজিলত নানাভাবে বর্ণণা করা হয়েছে। এ মাসের নাজিল হয়েছে পবিত্র কোরআন শরিফ। রোজা পালনের মাধ্যমে আমরা আমাদের মনের কালিমা দূর করি এবং শান্তির পথের সন্ধান করি।
 
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা ও দয়ারা জজ মো. সেলিম মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমান, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, জেলা পরিষদের প্রশাসক আব্দুর রশিদ, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, ফরিদপুর ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ হিরক, ফমেক হাসপাতালের পরিচালক ডাঃ কামদা প্রসাদ সাহা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি চৌধুরী শাহদাব আকবর লাবু, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।
 
ইফতার শুরুর আগে বিশেষ মোনাজাত করা হয়। এ মোনাজাতে দেশ ও দশের কল্যাণ কামনা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here