সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা গ্রামে গঞ্জর খাঁ ও মোসা মোল্লা নামে দুই ব্যক্তিকে খুনের ঘটনায় ১৩জনকে যাবতজীবন সাজা প্রধান করেছে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক।
ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা গ্রামে গঞ্জর খাঁ ও মোসা মোল্লা নামে দুই ব্যক্তিকে খুনের ঘটনায় ১৩জনকে যাবতজীবন সাজা প্রধান করেছে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক।
বুধবার বেলা ১২টার দিকে বিশেষ জজ আদালতের বিচারক মোঃ মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় যাবতজীবন সাজাপ্রাপ্তদের মধ্যে ১১জন আসামি আদালতে হাজির ছিলেন। বাকি দুজন আসামী পলাতক রয়েছে।
রায়ের ব্যাপারে ফরিদপুর বিশেষ জজ আদালতের পিপি এ্যাড. গোলাম রব্বানী বাবু মৃধা জানান, গত ২০০৩ সালের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় সালথা উপজেলার নটখোলা গ্রামে পিয়াজের দানাকে কেন্দ্র করে একটি শালিশ বসে। সে সময় কথাকাটাকাটির এক পর্যায়ে আসামী পক্ষ গঞ্জর খাঁ ও মোসা মোল্লাকে কুপিয়ে হত্যা করে। পরে আলাল মিনা বাদি হয়ে মোট ২৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে সালথা থানায়। আসামীদের মধ্যে ১৩ জনের যাবতজীবন কারাদন্ড প্রদান করে আদালত। বাকি ১৪ আসামীকে বেকুসর খালাস প্রদান করে। তিনি বলেন আমরা সরকারী পক্ষ এ রায়ে খুশি হয়েছি।