মানবিক ও সামাজিক সংগঠন “তাকওয়া ফাউন্ডেশন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, June 15, 2019

মানবিক ও সামাজিক সংগঠন “তাকওয়া ফাউন্ডেশন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল -
তাকওয়া ফাউন্ডেশন মহতি উদ্যোগ নিয়ে সাধারন মানুষের দ্বারপ্রান্তে। মানবিক ও সামাজিক সেবার প্রয়াস নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের সন্তানরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন।

প্রতিবছর সকলের সাথে মিলেমিশে ঈদুল ফিতরের আনন্দ বিলিয়ে দেওয়ার জন্য প্রাণপনে কাজ করে যায় “তাকওয়া ফাউন্ডেশন”। তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা যার যার অবস্থান থেকে অর্থ সংগ্রহ করে সাধারন মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, সাবান, সেমাই, চিনি দুধ বিতরন করে আনন্দ মুখর পরিবেশে পুরো গ্রামবাসীকে নিয়ে ঈদ উদ্যাপন করে। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। সকলের বিপদে আপদে পাশে থাকাই হলো তাকওয়া ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির বলেন, “মানবতার ধর্ম ইসলাম। শান্তির ধর্ম ইসলাম। মানবসেবা, মানবকল্যাণ এবং জনহিতকর কাজকে গুরুত্ব প্রদান করেছে ইসলাম। কেবল গুরুত্ব প্রদানই নয়, এসব কাজে উদারহস্তে অংশগ্রহণ করার ব্যাপারে উৎসাহও দিয়েছেন ইসলাম।

হজরত মোহাম্মদ( সা.) তাঁর গোটা জীবনকে মানবতার সেবায় উৎসর্গ করেছিলেন। কেবল মুসলমানদের ব্যাপারে নয়, ভিন্ন ধর্মের অনুসারীদের সেবার ক্ষেত্রেও উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন।

তাঁর অনুসারী হিসেবে মানবসেবায় আমাদের ব্যাপক ভূমিকা থাকা উচিত। মানবসেবা, মানবতার কল্যাণে আমাদের প্রত্যেককে অগ্রণী ভূমিকা পালন করা উচিত। একজন মুসলমান হিসেবে মানবকল্যাণমূলক কাজে জড়িত থাকা, মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখা ঈমানি দায়িত্ব।

আল্লাহ আমাদের সবাইকে হালালপথে, হালাল রুজিতে মানবসেবামূলক কাজে বেশি বেশি অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামের নির্দেশ পালন করার তাওফিক দান করুন।

No comments: