প্রস্তাবিত বাজেটে বিড়ির দাম স্থিতিশীল রাখার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৮, ২০১৯

প্রস্তাবিত বাজেটে বিড়ির দাম স্থিতিশীল রাখার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:-
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার নগর জালফৈ বাইপাস এলাকায় বিড়ি শ্রমিক ফেডারেশনের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বুধবার (১৮ জুন) সকালে ৮ দফা দাবিতে এক সমাবেশ করে। দাবিগুলো হল- বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা, সম্পূরক শুল্ক কমিয়ে ভারতের ন্যায় প্রতি হাজারে ১৪ টাকা করা, কম দামি ও বেশি দামি সিগারেটে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা, বিড়ির ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল করা, বঙ্গবন্ধু চালুকৃত বিড়িকে অবিলম্বে কুটির শিল্প ঘোষণা করা, নি¤œস্তর ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে সমমূল্য করা, উচ্চস্তরের সিগারেটের মূল্য ও সম্পূরক শুল্ক অধিক হারে বৃদ্ধি করা, শ্রমিকদের ন্যূনতম মুজুরি প্রতি হাজারে ১০০ টাকা করা।
এ সময় সমাবেশকারীরা মহাসড়ক অবরুদ্ধ করে কমদামি সিগারেটের তুলনায় বিড়ির উপর অতিরিক্ত শুল্ক বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ জানান। তারা অনতিবিলম্বে এ ক্ষুদ্র বিড়ি শিল্পের উপর শুল্ক কর কমিয়ে সহনীয় পর্যায়ে এনে যাতে কোন বিড়ি শিল্প বন্ধ না হয়ে শ্রমিকরা বেকার না হয়ে যায় একারণে প্রধানমন্ত্রীর নিকট আহবান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, বিড়ি শ্রমিক ফেডারেশন ভোক্তাপক্ষ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জয়নাল মিয়া, সহ-সভাপতি জুরমত আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। 

Post Top Ad

Responsive Ads Here