চেক জালিয়তির মামলায় অধ্যক্ষ সিরাজউদদৌলা আদালতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১৭, ২০১৯

চেক জালিয়তির মামলায় অধ্যক্ষ সিরাজউদদৌলা আদালতে

এফএনএস (মাইনুল ইসলাম রাসেল; ফেনী) :-
ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে সোমবার দুপুরে চেক জালিয়তি মামলায় আদালতে তোলা হয়।
ফেনীর যুগ্নজেলা দায়রা জজ আদালতে স্বাক্ষ্য গ্রহন চলছে।
উম্মলকোরা ইন্টারন্যশনাল মাদ্রাসা ও উম্মুল কোরা ডেভেলপার কোম্পনীর নামে প্রতিষ্ঠান করার কথা বলে ১০৯ জন সদস্য সংগ্রহ করেন সিরাজউদদৌলা। এবং তাদের কাছ থেকে এক কোটি ৩৯ লাখ টাকা হাতিয়ে নেয় সিরাজ উদদৌলা।পরবর্তীতে প্রতিষ্ঠান না করে সদস্যদের টাকা প্রদানে গড়িমসি করে। এ অবস্থায় গ্রাহকরা সদস্য আবদুল কাইউযুমকে টাকা আদায় করার জন্য দায়িত্ব প্রদান করেন।
গত ১৬ আগস্ট ২০১৭ তারিখের ১ কোটি ৩৯ লাখ টাকার চেক প্রদান করেন অধ্যক্ষ সিরাজউদদ্যেলা। তিনি প্রস্তাবিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে এই চেক প্রদান করেন। গত ২৭ আগস্ট ২০১৭ চেকটি ডিজঅনার হয়। তার প্রেক্ষিতে গত ৯ নভেম্বর ২০১৭ ফেনীর আদালতে মামলা করেন আবদুল কাইউযুম। মামলায় একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজউদৌলা ্

Post Top Ad

Responsive Ads Here