লালপুরে শত্রুতা করে আমসহ ২৫ টি আম গাছ কর্তন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১৭, ২০১৯

লালপুরে শত্রুতা করে আমসহ ২৫ টি আম গাছ কর্তন

নাটোর প্রতিনিধি :-
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কলেজপাড়া এলাকার আশরাফুল আলম ও বাবুর ২৫টি ফলন্ত আমগাছ আম সহ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শত্রুতা করে রবিবার রাতের কোন এক সময় তাদের বরমহাটি দাইড়পাড়া মাঠের বাগানে লাগানো আমগাছ ও গাছের আম গুলো কেটে ফেলা হয়।
আশরাফুল আলাম জানান, তার বাগানের ২০টি আমগাছ কেটে ফেলায় তার শুধু মাত্র আমের ক্ষতি হয়েছে ২০ হাজার টাকার। গাছগুলো কাটার ক্ষতি অপরিসীম। বাবুরও প্রায় ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

Post Top Ad

Responsive Ads Here