ফরিদপুরের সালথায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৫, ২০১৯

ফরিদপুরের সালথায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত


 

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুগিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
স্থানীয়রা জানিয়েছেন, যুগকান্দা গ্রামে আধিপত্য গ্রাম্য দলাদলী নিয়ে রবিবার সন্ধ্যায় বশির মাতুব্বার ও তার প্রতিপক্ষ ওহাব মাতুব্বারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্রধরে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে সাহিদ, মফিজুল, ওহাব, বজলু, মামুন, খায়ের, আফজাল, রিপন ও রুহুলকে নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন পক্ষই মামলা করেনি। তবে সংঘর্ষের সময় সন্দেহজনকভাবে বাতা গ্রামের সহিদ মোল্যা ও আজাদ মোল্যাকে আটক করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here